তিনি ‘মাতেমেতিশিয়েন’!
ছবির দেশে, কবিতার দেশে – রাজধানী প্যারিসের প্যার লা-চ্যাজ কবরখানাতে শুয়ে আছেন, কবি পল এল্যুয়ার, হোমিওপ্যাথির জনক ও জননী যথাক্রমে স্যামুয়েল ও মেলানি হ্যানিম্যান, সুরকার ফ্রেডেরিক শোপ্যাঁ, এমনকি ‘সুখী রাজপুত্র’-এর রচয়িতা অস্কার ওয়াইল্ড। ঘন হয়ে পাতা ছড়িয়ে আছে ছোট্ট আরও একটি কবরের উপর। মেরি-সোফি জার্ম্যাঁ (এপ্রিল, ১৭৭৬ – জুন, ১৮৩১), টেলিপ্যাথির এক আশ্চর্য সমাপতন। গত সপ্তাহের ১লা এপ্রিলেই আমরা মেরি-সোফি’র ২৪৫তম জন্মদিবসকে পেরিয়ে এসেছি। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ১৩)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 05 April, 2021 | 672 | Tags : Marie-Sophie Germain Joseph Louis Lagrange Adrien Legendre Carl Freidrich Gauss Number Theory Fermat’s Last Theorem Elasticity